নবীন হয়ে যখন আমি
নতুন দেশে যাই,
কল্পতরুর বুকে আমি
নতুন জীবন চাই।
আমার ভুলে জীবন তুলে
আমারে না পাই,
ভিনদেশি এক মানুষ আমি
নতুন জীবন চাই।
চোখে প্লাবন জীবন ক্ষুধা
আমার নাই ঠাই,
নারীর বুকে আমি আবার
নতুন জীবন চাই।
সুখের নদী সবার চোখে
আমার চোখেও তাই,
তোর দেখানো পথে আবার
নতুন জীবন চাই।
ফেলে আসা দিন ভুলে
সবুজ দেশে যাই,
নষ্ট জীবন ছেড়ে আবার
নতুন জীবন চাই।