আমি নিষিদ্ধ পল্লীর কথা বলছি
যেখানে যেতে বিবেকে বাঁধে;
ধিক্কার জানাই তাদের ছায়াকে
কিন্তু লোক চক্ষুর অন্তরেলে তারাই আইটেম।

নিষিদ্ধ চুম্বনের ফাঁদে ফেলি বেলা শেষে,
ক'য়েকটা নারীকে সমর্পণ করি সেখানে
মুখোশ পরে সমাজে বিচরণ করি
তখনো আমার বিবেক নাড়া দেয় না।

হায়না হয়ে উঠি,নষ্টামিতে সব ঝলসে দেই
অশ্রয় হয় তাদের, সেই নিষিদ্ধ পল্লী;
যেখানে আমার ছায়া, তাদের কর্ম এখন;
ভোগের উম্মাদনায় ঠেলে দেই ঘোর অন্ধকারে।

আবার আমি থু থু দেই সবার সামনে এলে।
ওদের কিছু থাকে না, সব লুন্ঠিত আগেই,
আর আমি পরিচ্ছন্নতার খেলা খেলি
যৌন লিলায় মেতে সতীত্ব নষ্ট করি।

হাসপাতালের ডাস্টবিনে ফেলে আসে আমার
পাপ;
তাপে তাপে অঙ্গার হয়ে লুঠিয়ে পড়ে মাটিতে।
না আমি বুঝি না,বোঝে না তাদের স্বজনেরা,
ছন্নছাড়া হয়ে যায় জীবন, পথ পায় না।

আমি,আমাদের নষ্টামিতে নষ্ট হয়ে যায়
হয়ে যায় নিষিদ্ধ পল্লীর শ্রেষ্ট পতিতা;
ছদ্মনামে তোমার, আমার নষ্ট চাহিদা মেটায়,
উর্মি থেকে হয়ে ওঠে পল্লীর উর্মিলা,সোনিয়া।

আপাত দৃষ্টিতে যাদের ঘৃণা করি, সাধু সেজে;
তারাই তোমার আমার উপভোগের ফল।
খলখল করা চঞ্চলিতা সুন্দর মেয়েটি;
যার সুন্দর গল্পে ছিলাম আমি,আমরা।

সে আর মুখ লুকায় না তোমায় দেখে
চোখে মুখে লাজুকতা রাখে না আর;
সে অর্থের বিনিময় বেছে নিয়েছে আজ,
যৌন লিলায় মাতিয়ে রাখাই এখন তার কাজ।

যাকে সভ্য সমাজ বিতাড়িত করেছে ঠিকি
কিন্তু তার আশ্রয় এখন নিষিদ্ধ পল্লী,
যেখানে সে এখনো  স্বপ্ন দেখে সংসারের;
আমি  সেই নিষিদ্ধ পল্লির কথা বলছি।