"নিপিতা"
______বায়জীদ বোস্তামো বাপ্পী
নিপিতা তুমি বোধয় ক'দিন আগে সুখে ছিলে;
তোমার সু'সময়ের হাঁক আমার গায়ে লাগতো
ভাবনায় আমি নেতিয়ে পড়তাম তোমার সুখে
মেঘ জমে যেতো আমার স্বপ্নের আকাশে।
অপেক্ষায় থাকা হয় না এখন রাস্তার বাঁকে
তুমি কী এখনো আনমনা ভাবনায় পথ চলো?
টোল পড়া গালে অবাক মুচকি হাসো কি?
প্রশ্নগুলো প্রশ্নই থেকে যায়,তুমি নেই বলে।
কয়েকদিন আগের কথা, পৌষের মাঝামাঝি
কোন এক রতে নস্টালজিয়া দেখালে আমায়
বাকরুদ্ধতায় কিছু বলতে পারিনি রে
অনন্দ অশ্রুতে প্লাবিত হয়েছিলাম আমি।
এখন কি কেউ ঘুম ভাঙ্গিয়ে দেয় তোমার?
ঘুম ঘুম গলায় বলে কী? শুভ সকাল নিপিতা
বাতাসের সুরে সুরে আমার কবিতা শুনতে পাও?
না'কি বে'সুরা সময়ের ছন্দে তুমি।
তোমার অনিচ্ছায় কেউ হাত ধরে না বুঝি
মিষ্টি করে কেউ বলে কী? ভালোবাসি;
রাশিরাশি স্বপ্নের সাগরে ভাসায় কি কেউ?
কেউ বলে কী আমি তোমার কে বলোতো?
তুমি তো আমার সব এখনো বলো কি?
হাত ধরে হাঁটার অভিলাষ জন্মেছিলো কারোর?
মিথ্যে মায়া জালের ফাঁদে পড়ে
গল্পের পাতা ইতিহাস হয়ে রবে তোমার।
প্লাস্টিকের ফ্রেম স্মৃতি এখন আমার
তোমার দেয়া জন্মদিনের উপহার ছিলো
বক্স বন্ধি হয়ে আছে আমার আলমারিতে
মাঝে মাঝে ধূলোমুছে হাত বুলিয়ে রেখে'দি।
পোষ্ট বক্সে না দেয়া চিঠিগুলো খামেই আছে
যত্ন করে রেখেছি, হারিয়ে ফেলিনি আজো
তুমি বুঝলে হয়তো আমি উত্তর পেতাম
সব প্রশ্নের জট খুলতো এক নিমিষেই।
নিষ্ঠুর তুমি,তোমার মায়া ভরা চোখ নিষ্ঠুর
পিষ্ট করেছো আমায়, তোমার অবহেলা দিয়ে
ছলনার খেলায় নিখুঁত অভিনেত্রী তুমি!
অকালে রণ যাত্রী বানিয়েছো আমায়।
তুমি সুখে নাই বছর খানেক বাদে জানলাম
যতো দু:খের ভাগিদার আমি,আজ বুঝলাম
শাসনে স্বাধীনতা থাকে না, সেটা বুঝে গেছো
প্রাক্তন প্রেমের ছায়া বড্ড প্রয়োজন তোমার।
শূন্যতা নিয়ে বেশিক্ষণ চলতে পারে না কেউ
নতুন পুরাতন শূন্যস্থান পূরণে বেশ আশাবাদী
তবে মনের চাহিদা পূরণে, পুরাতনে বেশি মেটে
ভুল পথে হেঁটে আর লাভ নেই নিপিতা।
ভুল পথে ভুলো মনে, জনে জনে নিস্তব্ধ থেকে যাই
পড়ে রই বনে বনে, রণে রণে চাপা শ্বাস
থেকে যায় দীর্ঘশ্বাস, ভাগে যতো অন্তবাস
শুধু তুমি নেই বলে সেকালের নিপিতা।