বিশ্বাস নিয়ে বেঁচে ফেরার আগে -
তোমার অস্তিত্বের লাটাই,
অন্য কারোর হাতে থাকবে।

মূর্খেরা অধিপতি সেজে,
উন্নয়ন আর বাহাদুরীর মুখোশ দেখাবে।
অন্ধকারে থাকা মানুষ,
আলোর খুপরি খেলাঘর উম্মোচন করবে।

অথচ তাদের যোগ্যতার সীমাবদ্ধতা-
নর্দমায় পড়ে থাকা বিগলিত ইঁদুরের মতো।
শুধুমাত্র প্রতিপত্তির বলে হিংস্রতা কেনে
আলু পটলের দোকানে,চোরের দরবারে।

লুন্ঠিত পুঁজি,
জোঁয়ারের মতো ফুলে ওঠা গৌরব-
মোড়ের দোকানে চায়ের বিলাসীতা,
বাবুর ঘুম হারামের গুরুদক্ষিণা!

তবে বিশ্বাস নিয়ে বেঁচে ফেরার আগে -
সেই সব মৃত দালালের;
মৃত্যু দেখে যাবার সৌভাগ্য হবে তোমার।

তুমি সৎ হলে,
তোমার বিশ্বাস নিয়ে নিরাপদে ঘরে ফিরবে তুমি।