যখন হারিয়ে যেতে চাইলাম
দেখি সবাই হারিয়ে গেছে অনেক আগেই ।
বাহানা খুঁজতে খুঁজতে ক্লান্ত আমি
মোড়ের দোকানটায় ধোঁয়া ওড়াই তখনো ।
ভেঙ্গে গেলাম হয়তো নতুন করে ,
বিষাদের জলোস্রোতে একলা বইঠা নিয়ে ;
ভরা যৌবন খোয়া যায় নর্দমায় ।
মানুষ ভেঙ্গে যায় ,স্বপ্ন ভেঙ্গে যায়
মানুষ ভাঙ্গতে ভাঙ্গতে বড় হয় আসলে ।
যখন মানুষ হতে চাইলাম , শাশ্বত মানুষ ;
খরা স্রোতে ভেসে যেতে যেতে সমুদ্র পেলাম।
অথৈই সাগরের বুকে ক্লান্ত নাবিক এক,
চাতকের চোখে প্রেম জুটলো দূরে ।
ততক্ষনে ভেঙ্গে গেছি পুরটা বিসর্জনে
জীবন ফিরে পেলেই প্রেমে পড়বো
আর একবার ভালোবাসি বলবো ,
কোনো এক ভেঙ্গে যাওয়া মানুষের হয়ে ।
মানুষ ভাঙ্গতে ভাঙ্গতেই বড় হয় আসলে ।
ভেসে বেড়ানোর ইচ্ছে হলো যেই
তকদীর ভাসিয়ে নিলো মহাপ্লাবনে।
রুপসীর হৃদয় ভাঙলো , ভেঙ্গে দিলো ঘর ;
কিনারা নেই ,বেঁচে ফিরবার আশা নেই ততক্ষনে।
জীবন ভাঙ্গতে ভাঙ্গতে গড়ে আসলে ,
আর মানুষ ভাঙ্গতে ভাঙ্গতে বড় হয় ।