মোহনায় ঢেউ হয়ে এসে নাড়া দেয় মাধবিকা
আছড়ে পড়ে অগ্নিঝরা বালুকণার হ্নদয় জুড়ে;
বাতাসের কানে কানে বাজে হারমনিকার মাতাল সুর
বেসামাল হয়ে পড়ে সমুদ্র তট আর আমি ।
দূর দৃষ্টি বেমালুম হারিয়ে যায় যায়, তবুও ব্যাকুল
তুমি ধরা দাও সমুদ্রের ভাসমান সীমাহীন আকাশে।
রাশে রাশে প্রজাপতি খেলা করে বুকের বাঁদিকে ,
গাঙচিল হয় মন আমার; ডানা ঝাপ্টায় ছড়ানো প্রিতি ।
দলছুটো পাখি যেমন, হাতড়ে মরে সখার তরে
এই আমি তুচ্ছ লাগে, তুমিহীন নাবিকের বুক চিঁড়ে
কলিকারা তোমার পরশ বিনা তৃষ্ণার্ত হয়ে পড়ে,
মাধবিকা; থেকোনা গো দূরে,আছড়ে পড়ো এই বুকে ।
উত্তাল ঢেউ হয়ে,কাশফুল আর বিরুনির ঘন ঝাউ হয়ে
আছড়ে পড়ো এই হ্নদকম্পনের শুরু থেকে শেষ মাত্রায়,
মূল্যহীন জীবন; ফুলে উঠুক প্রভাত-ফেরির উদিত সুর্য রুপে
মাধবিকা; আছড়ে পড়ো রাধে হয়ে বৃত্তের বিন্দুতে ।