কবির খেয়ালি খোরাক হয় 'কবিতা'
না না সে কবিতার কথা বলিনি ;
কেউ কবি হয়,কেউ 'কবিতা' !
কখনো শরীর হইনি কারোর -
শরীরী উম্মাদনা লোভ দেখায় কবিতার,
অশরীরী কবিতার !
বেঁচে থাকা হয় ডিম-কুসুমের খোলসে
বেঁচে থাকাটাই কাজ হয়ে দাঁড়িয়েছে।
কবি শরীরে খোয়া যেতে পারে না,
আলগা সুখ দুয়ারে কাঁটা হয় ।
যা ছিলো তা শরীরী 'কবিতায়' অস্ত যায় -
কবিও খোরাক হয় ' কবিতার'।