নিজের ঘরের দুয়ার খুলে অচেতন নিদ্রা
পাশের গলির পাতি মাস্তানের
মরচে পড়া ছুরির আঘাতে খুন !
না না এমন খুন ,
খবরের কাগজে মাছভাত ।

পেশায় চেপে বসা খুনের খবর –
জীবনের বৈচিত্রতার ঘটনা বলেনা ।
যারা গীবতের যাতাকলে
কাকাবাবুর কান পচায়
বরং তারাই আসল খুনি ।
শকুনের মতো নগ্ন চোখে যারা-  
ভালোকে মন্দ বানায়
তারাও খুনি  ।

খুন করার- একশত একটি পদ্ধতি আছে
যা দেখা যায়না ,
অথচ জঘন্য ভাবে খুন করা হয় ।

কুড়ি বছরের সংসার ফেলে যারা –
বিচ্ছেদ বেছে নেয়
তারাও একে অপরের খুনি ।
কালের অযুহাতে
যারা মনের জমিন কেনে;
দুপুরের রোদে মাংস ঝলসায়
সেই মাটিতেই –
তারাও একশতে এক খুনি  ।

যে নারী তোমারে বিশ্বাস কইরা –
দেহও মন  বিলায় দিলো,  
তার ভাইরাল নগ্ন চিত্রের দরূণ-
চার দেয়ালে বন্দি জীবনরে
কি কইবা ?
সেও তোমার হাতে করা কোল্ডব্লাডেড মার্ডার  ।

আবার যে পুরুষ তোমারে ভালোবাইসা
রোজ শরীর ভেজানোর
অভ্যেস কইরা নিলো ।
তারে মাঝ পথে রাইখা সংসার পাতলা-
সেওতো সাক্ষ্যপ্রমাণ লোপাটের
কুলু লেস নির্ভেজাল খুন ।

আসলেই ,
খুন করার একশত একটি পদ্ধতি আছে !