যদি দেখা হয় কোন সুবর্ণ দিনে
অনমনা আমি তোমার মুখোমুখি
বিরহের সুরে বুঝে যাবে তুমি
অনাকাঙ্ক্ষিত চলাচলে আমার আগমন।
যানযটের রাস্তায়, ল্যাম্পপোস্টের পাশে আমি
তুমি বাস স্টপে রাস্তার বিপরিতে দাঁড়িয়ে
দৃঢ় তুমি,বিচলিত চোখে গন্তব্য খুঁজছো
যার শেষ, এখনো কেউ পাইনি আমরা।
দিনের দূরত্ব থেকে বছরে বেড়েছে এখন
প্রক্তন প্রেম টানবেনা হয়তো আর
যার যার সুখ তার তার রুমালে মোড়ানো
পলকের ঝড় বইবে না বিরহি মনে।
তুমি ফিরে তাকালেই প্রাপ্তি আমার
অনেক দিনের ভার হওয়া জ্বর ছেড়ে যাবে।
তবে তোমার অবাক চোখ দেখতে পেলাম!
না না কল্পনা থেকে অনেক দূরে তুমি
অবাক! আমি হবো হয়তো তোমায় দেখে
খানিকটা পরিবর্তন তোমার সর্বাঙ্গে।
ছালোয়ার কামিজ ছেড়েছো মনে হয় তুমি
কপলে টিপ, হাতে চুড়ি, নীল শাড়ী পরেছো
তোমার তো এসবে এলার্জি ছিলো নিপিতা?
নীল শাড়িতে সমুদ্র হয়ে উঠেছো তুমি।
তোমার জমা হওয়া অনেক প্রশ্ন ছুড়বে হয়তো;
তোমার চঞ্চলতা বিলিন হয়েছে কয়েক বছরে!
লজ্জায় লাল হয়ে ঠোঁটের লিপ্সস্টিক গাঢ় হবে হয়তো?
আর আমার লাজুকতা তোমাতে আটকে যাবে।
বাস ছেড়ে দিয়ে পাশে হাঁটার অভিলাষ হবে কী?
মুঠো মুঠো গল্পের পশরা সাজাবে কী?
নাকি পরাধীন জীবিনের ছলে, পালিয়ে যাবে?
যাবে না হয়তো? তবুও পড়ে রবো একলাই।
সেদিনো গেছিলে, বৃত্তের বিন্দু ছিলাম আমি।
মন ভাঙ্গার উপহার ছিলো তোমার সিদ্ধান্ত
বেলা শেষে যে যার মতো স্মৃতি নিয়ে ফেরা।