সময়টা খুব এলোমেলো যাচ্ছে এখন
দু'টি পাহাড়ের মিল অমিল খুঁজে,
সাগরের গভিরতায় সেটা মাপা যায় না
সব কিছু আগের মতো নেই আর।
মনের ভিতর দ্বিধাদ্বন্ধের লড়াই চলছে
ভুল কি সঠিক সেটার বোঝাপড়ায়,
অকালেই এমন হবে জানা ছিলো না
তবে সোধরানো সময় হয়তো এখন।
বোঝার সময় এসেছে,পালটাতে হবে
যেখানে আমি নিজেই অন্যের ভুল পথ,
শুকনো পথ পিচ্ছিল করতে চাইনা
এর চেয়ে ভালো সব কিছু বুঝে নেয়া।
খুঁজে নেয়া, যে যার মতো ভালো থাকা
সব সুন্দর যেনো সম্বল হয় সবার,
নিজেদের লড়ায় যেনো থেমে যায়
আর যেনো ঘামতে না হয়, তপ্ত রোদে।
আবুঝ হয়ে গেছি;যেখানে সব ঠিক ঠাক
শুধু মিছে সর্ম্পকের টানাপোড়া অবিচল,
সৃষ্টিকর্তার ইচ্ছায় সব কিছু হয় জানি
তবে কর্মের ব্যাপারটা আমাদের কাঁধে।
চেপে বসলেই সবকিছুকে প্রশয় দেয়া যায় না
কিছু বিবেকের কাছে আটকে যায়,
কিছু থেকে যায় আধোআধো অন্ধকারে
জটিল হয়ে যায় সামনের পথ চলা।
থমকে যায় বাচালের কথা বলা বদন
এক ঘরে হয়ে পড়ে থাকেতে হয় নিজেকে,
পাশে থাকা মানুষ গুলো হয়ে যায় নির্বাক
ভুল মানুষে প্রমানিত হতে হয় সর্বাঙ্গে।
আমি মানুষ হিসেবে অতটা অমানবিক নই
আমার বিবেক এখনো আত্মহুতি দেয়নি,
আমাকে পশুরূপ গ্রাস করেনি এখনো
মানুষরূপী অমানুষ হইনি রে, কানামাছি ;
খুঁজে দেখুক না আমার স্বজনেরা, বুঝে যাবে
সরলতার পথ ছাড়তে পারিনি একুশ বছরেও,
স্বার্থপর হইনি একটু লাভের আশায়
ত্যাগ শিকারেও সুখ কুড়িয়েছি অনেক।
ভালোবাসা বিলিয়েছি জনে-জনে;বনে-বনে;
ঘন অন্ধকারে বিলিয়েছি আলোর সৌরভ
ঘন কুয়াশায় হয়েছি, অন্যের উষ্ণ চাদর
শূন্যতায় হয়েছি কখনো, সীমাহীন আদর।
মেপে চলা জীবনে তুমি,তোমরা; জীবন আমার
অত্মা ছাড়া দেহের মূল্য যেমনটা হয়,
আমার জীবনের আত্মা তুমি,তোমরা ছিলে
থাকবে চিরকাল সেই পুরাতন বেশে।
আজ খুব আসহায় লাগে,কাঁদতে ইচ্ছে করে
বুক ফেঁটে যায় আমার, লিখতে কষ্ট হয়,
হারিয়ে যায় আমার স্বপ্ন দেখা রাত গুলো
ক্ষয় হয় আমার জমা করা ভালোবাসার।
মুছে যায় ফেলে আসা সব স্মৃতি গুলো
কেবল পড়ে রয় বিরহ ভরা ডায়রির পাতা,
দম আটকে যায়, হ্নদ কম্পন থেমে যায়
দীর্ঘশ্বাস নিতে হয়,অবেলায় ক্ষণেক্ষণে।
অন্তরে ক্ষত হয়ে থাকতে চাইনি'তো কখনো
তবে তাই হতে চলেছি কেনো;বলতে পারো?
উত্তরে বলতে পারো, তুমিও যেতে চাও?
আমি কারোর যোগ্য ছিলাম না কোন কালে।
নিরাশার হাত ধরে পেছোনে তাকানো যায় না
দু'জনের শেষ আলিঙ্গনে,বিলাপ করে বলা,
এ আমার এক অন্য মরণ, রক্ত ক্ষরণ
সহজ ভাবে নেয়া, জীবনের নতুন বরণ।