এগিয়ে গেছে আমার শহর
থাকবো কেনো থেমে,
সবার আগে শ্রম খুঁজে নাও
ফল তুলে নাও ঘেমে।
দেহ মন পণ করে
সময়ের ফাঁকে ফাঁকে,
চাঁপা চাঁপা সুর ভুলে
মন কতো ছবি আঁকে।
ফল পেলে তাই নিয়ে
মাতামাতি কম করো,
ছাড়ো সব পিছুটান
হতে হবে আরো বড়।
জনে জনে কত ক্ষনে
ভয় পাবে এই পথে,
থেকে যাবে শুধু তারা
গৃহীত হবে সর্বমতে।
তুলে নাও চোখ খুলে
জ্বাল,চুলো,খড়,কুঠো,
সবার আগে গড়ো তুমি
বড় যেনো হয় মুঠো।
দিন কাল নেই থেমে
চোখ বোঝ, পথ খোঁজো
ভালো তুলে,মন্দ ভুলে
পাবে যা, পকেটে গোঁজো।