আজকাল তো সস্তায় মেলে
দু-টাকার প্রেম ছলনার জালে।
পত্রের প্রেম ছিলতো জাতে
হঠাৎ প্রেমের ধিক্কার পাতে।
যত নির্বোধেরা ঘোর থেকে
জাগে
চির সূর্য জাগার একটুখানি আগে ।
মন ভরে যপে ফুটবে গোলাপ কবে
জীবন থেমে নাই অসীম এই ভবে।
দু-চারটা উপহারে যার জয়
তবু প্রেম সে অনন্ত নিয়ে নয় ।
সুন্দরে নাকি ভালোবাসা হয়
যত ভন্ড যুগল,পিশ্চাচুরা কয় ।
আমি বলি প্রেম বিশ্বাসে তাই-
প্রতারনায় ক্ষয়,এতে ভয় হয় ।
চোখ বেঁধে তাই যতো দূরে যাই-
হাত ছাড়েনাই উজানের রাই ।
হবে তবে কেনো বিষাদের জীবন
হতাশায় ভরে অকালের মরণ ।
মিথ্যে আশায় এ কোন বরণ
জীবন অবধি বিশ্বাস হরণ।