গহীন বনের আড়ালে লুকোনো
শুকনো পাতার মড় মড়মড় শব্দ,
বিলিন হওয়া বুলবুলির কলোরব
মন মাতোয়ারা যতো সৌরোভ।
উদিত সূর্যের প্রথম আলোয়
ঘুচে যায় রজনীর একাকিত্ব ।
ডুবে যায় প্রকৃতির বিশালতায়
এ যেন প্রত্যায়িক সিমাবদ্ধতা।
শোনা যায় অজানার গর্জন
এক প্রাণে গড়া মিতালি,
প্রেমের এক অটুট বন্ধন,
গহীনে মিতালি অসীমে চলাচল।
বৃক্ষ গুলো অমৃত্যুই এক স্থনে,
তৃনলতা জেগে ওঠে পুনঃজন্মে
কারও অভিযোগ নেই ক্রধের,
আছে তাতে মিত্রের আলাপন।
বুক চেরা অজস্র জলধারা
হিংসের চুলচেরা আবির্ভাব নেই,
নির্জন নিরবতার বিস্তৃত ছায়া তল,
বঙ্গের প্রাচীন অভায়রন্যের নিচে।
১০_০৮_১৫