আমি মাটি ছুঁয়ে দেখি বিশ্বাসের নামে
হাঁটতে শেখানোর দিন মনে করে
হোঁচট খাওয়া ব্যাথা ভুলে যাই রোজ
দাঁড়াতে শেখার বিলাসী আনন্দে।

এক-একটা সফলতা নির্ভরযোগ্য সমাধান
স্রোতে প্রতিকূলে টিকে থাকা শক্তি।
শৈবালে আটকে থাকা ব্যাঙাচীর দৃঢ়তা
গুপ্ত বসবাস উপযোগী মুক্ত চিন্তার ফল।

তবে এখনো খাতা-কলমে অংক মেলেনা
জালের বুননে গিঁটের হিসেব মাছ বোঝেনা।

হাঁসের ডুবে জলের গভীরতার পরিমাপে
বাঁশের খুঁটি তলানিতে গিয়ে ঠ্যাকে না।

নদীর ম্যাপে কূলের ধ্বস দীর্ঘ হতে হতে
লেখচিত্রে এক বিবর্ণ সর্পিল মানচিত্র।