ঘোর অন্ধকার ছুঁয়ে তোমায় ছুঁতে যাই
যা পেয়েছি তার, তিল সুতোটায় তুমি নাই।
ঘোর অন্ধকার ছুঁয়ে তোমায় ছুঁতে যাই
জোর লাগামের টানে শূণ্যতা শুধু পাই।
নাই নাই করে সুখ সখ্যতা মেখে ফিরি
বাতাসের গুঞ্জনে গোলমাল আর হ্যারি।
চোখ চিরে বেয়ে আসা দুঃস্বপ্নের ভার
অবেলায় পেয়ে যাই শুধু জ্বালা ভরা হার।
রোজ দেয়ালিকা জুড়ে স্বপ্ন দেখার জাল
লিখে রাখা ডায়রিতে অশ্রু ভরা খাল।
করুণার পাত্র হয়ে ডুবে যাই আমি
সবটাই লিখে রাখে বুঝি, আমার অন্তর্যামী।
ঘেমে যাই; নেমে আসে স্মৃতি ভরা ঝড়
ভেঙ্গে গেছে, পুড়ে ছাই হয় কুড়ে ঘর।
ভয় হয় যদি জীবনের ছাউনি না রয়
এমন মৃত্যু যদি অনন্তকাল ধরে হয়।
ঘোর অন্ধকার ছুঁয়ে,তোমায় ছুঁতে যাই
ধরতে গেলে জীবন ওগো,সুখ পাখিটা নাই।
ঘোর অন্ধকার ছুঁয়ে, তোমায় ছুঁতে যাই
সামন পথে দৃশ্য তুমি, ধরতে গেলেই নাই।