অষ্টাদশে পড়া প্রেমের বিশ্বাস নিয়ে,
বিভেদাঙ্কের পরিমিত ব্যাবধান খুঁজলে।
প্রথমার্ধের গড় বাদ দিয়ে -
শতকরার মুনাফা শুধু তোমার দখলে।

আপেক্ষিক পরিমাপের গ্রহণযোগ্যতায়
তুমি জিতে গেছো ভেবে-
বিস্তার দেনাপাওনার পরম পরিমাপ
ছুঁড়ে  ফেললে নর্দমায়।

তুমি সূত্রের বরাত দিতে না কখনো
মনের মানুষ, অংকের হিসেব-
তা হয় নাকি?
খিলের উপর হাতুড়ির ঠক ঠক আঘাতে-
পদার্থের মতো জায়গা দখল করবে হ্নদয়ে,
ওজন থাকবে, আঘাতের পর আঘাত সইবে।

তবে মরচেপড়ার অবকাশ থাকবেনা।

মন ভেঙ্গে দেবার বিশ্বাস নিয়ে -
কেউ ভালোবাসে না।
বিশ্বাস বেঁধে রাখতে গিয়ে,
স্বপ্নেরা বিশ্বাসঘাতকতা করে।

দুজনের সিদ্ধান্তে যদি হ্নদয়ের লেনদেন হয়,
তবে কেউ একজন বিশ্বাস ঘাতক কেন?

ভেদাঙ্কের এই পরম পরিমাপ বিহীন -
বিভেদাঙ্কের আপেক্ষিক পরিমিত ব্যাবধানে
তুমি অস্কার জিতে গেলে -
ভেদাঙ্ক মন ভাঙ্গার খ্যাতি নিয়ে ;
লাভ-ক্ষতির গাণিতিক গড়।