জানালার পাশে ভেসে আসা বাতাসে
বকুল ফুলের ফ্লেবার পাই ;
নিপিতা তোমার ফ্লেবার কই ?

পাশের বাসার দেয়াল ঘেসে পড়ে থাকা
স্ট্রবেরি প্যাকেটের ফ্লেবার পাই;
নিপিতা তোমার ফ্লেবার কই ?

শহুরে রাস্তায় জ্বলে থাকা নিয়ন আলোতে ,
দুষ্টু-মিষ্টি রোমান্টিক ফ্লেবার পাই ?
রুপসী তোমার ফ্লেবার কই ?

ফুরিয়ে যাওয়া মানিব্যাগে অবশিষ্ট থাকা;
দশ টাকা নোটের ফ্লেবার পাই ;
মায়াবতী তোমার ফ্লেবার কই ?

বিড়ির চুমুকে; জ্বলে যাওয়া ঠোঁট জুড়ে  
আবেশী চুমুর ফ্লেবার পাই ;
নিপিতা তোমার ফ্লেবার কই ?

আবাসিক জীবনে, চার  তলা বিল্ডিং জুড়ে
দূষিত বায়ূর নষ্ট ফ্লেবার পাই;
ললনা তোমার ফ্লেবার কই ?

গোল্ডলিফ সিগরেট ছেড়ে নতুন মোড়কে
মোড়ানো ব্যাঞ্চনে ফেলেবার পাই;
বালিকা তোমার ফ্লেবার কই ?

সপ্তাহ খানেক না ধোয়া ময়লা টি-শার্টে
বমি আসা গন্ধে ফ্লেবার পাই;
নিপিতা তোমার ফ্লেবার কই ?

রোজ টং চায়ের দোকানে চুমুক দেয়া চায়ে,
টক-মিষ্টি চায়ের ফ্লেবার পাই ;
ললিতা তোমার ফ্লেবার কই ?

রোজকার জীবনে বয়ে আসা সুখ-দুঃখের  
বেহিসেবি উল্কা ফ্লেবার পাই ;
নিপিতা তোমার ফ্লেবা কই ??

শিশির ভেজা ঘাসে জমে থাকা শিশিরে
লেপ্টে থাকা আদরের ফ্লেবার পাই;
রুপসী তোমার ফ্লেবার কই ?

প্রায়শই, পথের বাঁকে হেঁটে আসা রুপসীর
শরীর জুড়ে পারফিউমের ফ্লেবার পাই;
নিপিতা তোমার ফ্লেবার কই ?

শ্মশানের ধারে পড়ে থাকা পোড়া খড়িতে
ছাই হওয়া মৃতের ফ্লেবার পাই;
নিপিতা তোমার ফ্লেবার কই ?

মসজিদ ছেড়ে আসা মুসল্লির শরীর জুড়ে
আতরের কড়া ফ্লেবার পাই;
মায়াবতী তোমার ফ্লেবার কই ?

বন্ধুর অবচেতন মনে, বান্ধবীর প্রেমে পড়া
লুকনো আবেগের  ফ্লেবার পাই;
নিপিতা তোমার ফ্লেবার কই ?

লোকাল বাসে বসে থাকা যাত্রীর চোখে-মুখে
ক্লান্তির বীভৎস ফ্লেবার পাই;
নিপিতা তোমার ফ্লেবার কই ?

মর্গের আশে পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ,
বেওয়ারিশ লাশের ফ্লেবার পাই;
নিপিতা তোমার ফ্লেবার কই ?

সোশ্যাল মিডিয়ায় জুড়ে রোজ 'হুচুকে মাতাল'
ভাইরাল নিউজের ফ্লেবার পাই ;
নিপিতা তোমার ফ্লেবার কই ?

মেয়াদ উত্তীর্ণ সেভেন আপ এর বোতলে
কড়া মদের ফ্লেবার পাই;
মায়াবতী তোমার ফ্লেবার কই ?

এমন হাজারটা ফ্লেবার রোজ পেয়ে যাই,
ফ্লেবার খেয়ে যাই ,ছেড়ে যাই;
ছুঁড়ে দেই ফ্লেবার !
কিন্তু ‘নিপিতা’ সে সবে তোমার ফ্লেবার নাই ।

অনাকাঙ্খিত অনেক কাকতালিয় ফ্লেবার ,
লাল,নীল,হলু্দ,সাদা ফ্লেবার ;
শুধু তোমার ফ্লেবার নাই ?
নিপিতা তোমার ফ্লেবার কই ?