একটি রাত স্বপ্ন দেখায়
যার সীমাহীন আদর দিয়ে,
একটি রাত পড়ে রয়
তার চলমান শূন্যতা নিয়ে।
একটি রাত অন্ধকার কুড়ায়
যখন তুমি-আমি মৃত হই,
একটি রাত বুঝিয়ে দেয়
আমরা কেউ কারোর নই।
একটি রাত সবার স্মৃতি
জোৎস্নায় তারা গোনা ক্ষণ,
একটি রাত বিষাদের ছায়া
যেখানে ভুলেছে আপনজন।
একটি রাত আমার ভালোবাসা
কাছে ছিলো তোমার বায়নারা,
একটি রাত ছবি আঁকার
ভেঙ্গে গেছে আমার আয়নারা।
একটি রাত জ্বলে থাকা চাঁদ
উপমা করায় শ্রেষ্ঠ কল্পনা,
একটি রাত হারিয়ে যাওয়ার
বেখেয়ালে হঠাৎ হাতের আল্পনা।
একটি রাত বৃষ্টিতে ভেজার
আলতো আলিঙ্গনে কাতর হওয়া,
একটি রাত শির শির সুরে
দমকা হাওয়াদের বয়ে যাওয়া।
একটি রাত ঝিঁঝিঁ পোকাদের
থেমে থাকা নি:শব্দের শেষ,
একটি রাত জোনাকির ডাক
বলে ভালো আছি বেশ।
একটি রাত কাব্যের পশরা
কবিতায় ভরা ডায়রির পাতা,
একটি রাত ঘুমন্ত গল্পের
কূয়াশা মাখা ব্যাঙ্গের ছাতা।
একটি রাত অবহেলা, যন্ত্রনার
যখন দু'চোখে অশ্রু ঝরে,
একটি রাত যুবক, যুবতীর
নিরাশায় ধুকে ধুকে মরা।
একটি রাত জীবন নাশের
বিয়োগ বেদনায় বুক ফাটে,
একটি রাত শুন্যতা ময়
এভাবেই সবাই জীবন আঁটে।
একটি রাত পুরাতন ধারা
জীবনের ফেলে আসা কৈশোর,
একটি রাত সামনে বার্ধক্যের
জল জমা ভর্তি সরো-বর।