ভাল্লাগছেনা আর কিছুই
গায়ে লাগছেনা এই মিথ্য শহর
রোজকার সব রোগ বড়াই।

খেয়ালের টান, ধোঁয়াশা ঘর
মুছে যায় সব সকাল -বিকেল
থামছে না আর  সে  লড়াই...

ভরা ডায়নিং খোলা জানালা
ছাদ ফুটো ওই জলের ছটা
রোজ কুড়াই....

ইট-পাথরের লাগাম টানে
পোড়া ঘর আর পোড়া ছাই,
সব পালালেই বাড়ি যাই।

গলি ধরে যাই, পথেই হারাই,
দূষণের রোগ মনে ছড়াই;
যা চাইনি তা পেয়ে যাই।

জীবনের দাম, টিফিনের খাম
হারিয়ে গেলে, সুখ হাতড়াই।

একটা দুঃখের গান শুনে; তার পর ঘুমাই।