স্বাধীনতার টুটি চেপে
ধরছে আমার রাষ্ট্র
ভয় দেখিয়ে লাভ হবে না
হব না পথ ভ্রষ্ট।
একাত্তরে স্মৃতি আজো
কাপিয়ে তোলে বুক
পাক হায়নাদের কাল সকালে
দেখি নতুন রুপ।
স্বাধীন দেশে স্বাধীনতা
পেলাম আমি কবে
শোষণ শাসন আমার দেশে
আর কত কাল রবে।
লাঞ্চিত হয় মা-বোনেরা
ধর্ষিত হয় বুক
লুকিয়ে রাখে আঁচল চেপে
লুন্ঠিত হয় সুখ।
স্বাধীন দেশে স্বাধীন দাবি
হয় যদি সন্ত্রাস
রাজ পথে গুলির তোপে
জীবন হয় নাশ।
আম জনতা তুপের তাস
দারূণ দেখায় নৃত্য
হাসি দেখে ফুলে ওঠে
ক্ষোভে ভরা চিত্ত।
মৃত্যু কে আর ভয় করি না
জীবন যতো আছে
মুষ্ঠি বেধে এক হবো সব
রাষ্ট্র যদি বাঁচে।
হয় যদি এই দেশটা আমার
ঠাই পাবে না নষ্ট
দেখবো এবার কেমন করে
ধর্ষিত হয় রাষ্ট্র।