কয়েক বছর আগে যদি
পেতাম তোকে ভাগে,
নিতাম তোরে গায়ে মেখে
সব পাওয়াদের আগে।
ছাড়িয়ে যেতাম সব কিছুতে
আগলে নিতাম দ্বার,
তুচ্ছ করে দিতাম সবি
নিতাম তোরি ভার।
থাকতো যদি ইচ্ছে শক্তি
তোর মুখেরি জোর,
এনিয়ে বেনিয়ে যেতাম কাছে
হতেই মনের ভোর।
দূরে থেকেই হারিয়ে গেলি
বুকেই রাখলি ধরে,
শিশুর মতো ঘুমিয়ে গেলি
রতের মতো মরে।
আমি না হয় আবুঝ ছিলাম
বুঝিয়ে দিলেই হতো,
জ্বালিয়ে দিতাম মোমের বাতি
হঠাৎ দিনের মতো।
রয়েই গেলো তোর মনেতে
অপূর্ণতার ক্ষত,
পুড়তে আছিস সেই জ্বলনে
বাড়ছে অবিরত।
চোখ বুঝি তোর বলতো কথা
পড়তোনা মোর চোখে,
ভরিয়ে দিতি বিশাল সাগর
না পাওয়ারি দু:খে।
নাকি খুব ভয়ে ছিলি
সাহস ছিলো বুকে,
রটে যদি খারাপ কিছু
সবার মুখে মুখে।
হায়রে নদী আছিস কেমন?
স্রোত কী আর বয়?
তোর জমা সব ভালোবাসা
জমা থেকেই ক্ষয়।