আমি যখোন বড় ছেলে
আদর নয়তো কম,
ঘাড়ের উপর অনেক বোঝা
আটকে যায় দম।
বাবা বলে পড়তে হবে
ভালো কিছু কর,
চাকরি পাওয়া বড়ই কঠিন
চাকরির যা দর।
মা বলে কাজের ফাঁকে
কিছু টাকা জমা,
লাগবে কাজে তোর জীবনে
তোর বাবারে দমা।
ভাই বোন মাথার উপরে
হচ্ছে সবাই বড়,
আগলে রাখিস আদর দিয়ে
হতে দিস না জড়ো।
কান্না আসে বোঝার চাপে
আসতে দেই না জল,
মনে আমার পাথর বাঁধা
চাহিদা খলখল।
ভাবি আমি আড়াল হয়ে
নিজের চাওয়া বাদ,
স্বজন যেনো থাকে সুখে
দেখতে না পায় খাদ।
১২-০৯-২০১৭ ইং
রংপুর।
সমাজ বলে ধনি গরিব
আমিও মধ্যবিত্ত,
আমার কপাল ফাটল ধরা
ভাবুক আমার চিত্ত।
ভালোবাসার আশায় ভাসা
হয় না বুঝি পাওয়া,
সইবে না তো আমার জীবন
এমন দমকা হাওয়া।
পেলাম কি বা? পাবো কি যে?
জীবন যায় হেলে,
সবার আগে ভাবতে হবে
আমি বড় ছেলে।