ভালোবাসা কোন খাঁচায় বন্ধি
পালিয়ে যাবার আঁটছে শুধু ফন্দি,
আটকে রাখার হয় না কোনো সন্ধি
তবুও কেন একই সুতোয় বান্ধি।
শেওলা জমে নাইতো কোন ধূলো
মনটা ভাঙ্গে,নয়ন ছলোছলো,
প্রেমের আদলে জীবনের রং কালো
গুছিয়ে আর হয় না বাসা ভালো।
সব মাড়িয়ে সামনেতে তাই চলো
খাঁচা ভেঙ্গে আসে যদি বলো,
ভালোবাসা অন্ধকারে, নাইতো আলো
দুয়ারে আসলে পরে ,বেসো তুমি ভালো।