বৈশাখে এলোমেলো উষ্ণ পাখিদের সমাহার
বাহারী সাজে রুপশীদের বাহার,
যে যার মতো আশ্রয় খুজে ওড়ে ডানা মেলে
একজন অন্য জনের কাধেঁ, মাথা হেলে।
মৌসুমি ফলেদের জন্যে নতুন কুড়ি ফুটেছে
তাতে ভোমর বেশ আয়েশি ভাবে জুটেছে,
বিশ্বাস সবার ধিরে ধিরে পরিপক্বতা পাবে
আর সব সাধ ক'দিনে মিটে যাবে।
আবার কারোর রং,গন্ধ,স্বাদ সবটাই বিলীন
তাদের কপালে জোটে আচরণ অশালীন,
দু:খ করে না দু:খে, চেষ্টা করে চলে অফুরান
লজ্জায় লাল মুখে কাঁদেনা পরাণ।
পুরাতন ভালোবাসা,অমনি বহাল আছে সব
ঝড় আসেনি এখনো, থেমে যাবে কলরব,
দু'চারদিন বাদে বলা যায় না; ঝড় উঠতে পারে
শান্তির নীড় ভেঙ্গে যাবে,যাতনা দরুণ আহারে।
ঘর ভেঙ্গে যাব,যাদের অন্তরে মরিচা পড়া
বিপদের বার্তা দেবে,নেড়ে দরজার কড়া,
বাকি রইবে অটুট বন্ধনের শিকল ক'খানা
ভালো ফল পাবে,সব রবে ষোলআনা।
সময় ফুরিয়ে যাবে, কারোর বাগান শুন্য
সাধ থেকেও হয়না ভবে সে গন্য,
অকালে ঝরে পড়ে ফুল,ফল ও বিশ্বাস
এ বৈশাখও চলে গেলো ফেলে দীর্ঘশ্বাস।