নীলাভ বিকেলে ব্যাথাতুর সময় কাটে
সবুজ ঘাসের আলতো আলিঙ্গন নিয়ে,
লিখে রাখি সময়ের বিষন্ন দলিল
মলিন সন্ধে এলে সুখ খুঁজি মৃদু আলোয়।
পালিয়ে যায় রোমাঞ্চকর দিন গুলো
তুমি তুমি করে,দিন,মাস বছর যায়
হাওয়ায় হাওয়ায় পাল তোলে নাবিক
ভেঙ্গে যাই বালু চরের সাজনো ঘর।