বিষিয়ে তুলছে জীবনের কোন্দল গুলো,
জাগ্রত হলেই সু-প্রভাত জানায় ব্যস্ততা।
ক'দিন আগেই তো ভূমিষ্ঠ হয়েছিলাম !
বয়েসের ছাপ চোখে মুখে লাগেনি তেমন ।
তবুও কেন জানি বিষন্নতা করে বসবাস
অহ! বিষন্নতার ছক আঁকা রাস্তায় হাটছি।
এখনো শিশু শিশু ভাব অন্তরে বিরাজমান
অস্থিরতা বেড়েছে,বেড়েছে অপবাদের অধ্যায়।
ছাড়িয়ে যাচ্ছি অংকের হিসেবে বয়েসের গন্ডি
কাল কাল করে আজকের কিছু রইলো না ।
বয় স্রোতের আদলে জীবনের নকশীকাঁথা,
আর চার দেয়ালে বন্দি কিছু মৌন সময় ।
আড়ালে থেকে যায় কালো কালো অধ্যায়
লিখে রাখা অব্যাক্ত ভাষার বোবা ডায়রী।
জমিয়ে রাখা কবিতার ভুলভাল লাইন,
ঢাকা থাকে শয্যার মকমলে নীল নষ্টামি ।
সাধু সাজার অভিনয় করেছি অনেকবার
বেশ যশ খ্যাতি কুড়িয়েছি জনে জনে ।
আক্কেল গুড়ূম হবার মতো কিছু ছিলোনা;
যে যার মতো করে বিষিয়ে তুলেছে জীবন ।
আয়না খেলায় ভুল করে মেতেছি অনেকবার
খুব একটা লাভ হয়নি,ক্ষতির খাতাই বেশি।
এখন রাতের আঁধারে সাপ বিচ্চুর খেলা দেখি
কর্ম ব্যস্ততাতেও আমি এক নিরর্থক নাগরিক।
নিজের বলে সব আছে, কিন্তু বড্ড ভুলমনা
কখনো খেয়ালের ঘোরে পাড়ার গলি ভুলে যাই ।
মুচকি হেসে নিজেকে পাগল প্রমাণের প্রচেষ্টা;
বিষিয়ে তোলে জীবনের অলি-গলি রাস্তা ।