সল্প কর্মেই অতিষ্ঠ জীবন
মনের ভিতর নাই উচ্চাকাঙ্ক্ষা
যেখানে অনেকেই আমার উপরে
ভাবলেও আমার আবস্থান নেই।

অনেকেই ধিক্কার জানায় সামনেই
নিজেরটুকুও নেই আর আমার
বলে পোড়া মুখো  মর গিয়ে
ছাই দিয়ে কী হবে তোর।

সময়ের ফাঁদে পড়ে গেছি
চাইলেও হয়না নিজের উপার্জন
গ্লানি যতো চেপে বসেছে
অদৃষ্ট ভুলে গেছে আমায়।

গলার স্বর উচুঁ হয় না
দমে গেছি আমি নিজেই
কালের ইতিহাস সামনে আছে
শুধু কর্মের ইচ্ছাটুকু নেই।

কল্পনাই এখন শেষ আশ্রয়
স্বপ্ন দেখা তো দুরেই রয়
সামন পেছন করেই সব শেষ
উপার্জন হবার কথা ছিলো আমার
কর্ম।