দ্বিধাহীন স্বপ্ন গুলো ফ্রেমবন্দী হতে অক্ষম
কোথায় যেনো ভাগ সূত্রের দেয়াল দাড়িয়েছে
আমি লিখছি লিখছি, শূন্যের দলিলপত্র;
গদ্য-পদ্যের তালগোলে ঝাপসা দেখছি সব।
মস্তিষ্কের রক্তক্ষরণ বেড়ে গিয়েছে হয়তো
বার বার মুখে আওড়ানো কবিতাগুলো
ভুলে গেছি জানিস ? মনে রাখতে পারি না
এন্টিবায়োটিক গুলো বুঝি বেশ কাজে দিয়েছে।
পরীক্ষার খাতায় রুহর মাগফেরাত কামনা করছিলাম
শরীরের অঙ্গপ্রতঙ্গ গুলো ক্রমশ নুইয়ে পড়ছে
জ্বর,সর্দিকাশি, মাথাব্যাথা সব আমার দখলে
ক্ষুধা বেড়েছিলো;এখন আর খেতে ইচ্ছে করেছে না।
পশের বন্ধু গুলোকে ভিনদেশী লাগেছে এখন
সবাই পাগল বলে,অকপটে স্বীকারও করি তা
কখনো বদ্ধ উম্মাদ হয়ে উষ্ণ শরীর,চুমু চেয়ে বসি;
ফেসবুকের অনিদৃষ্ট প্রেমিকার কাছ থেকে।
এখন জানালার পাশে বসে ভুতুড়ে প্রকৃতি
দেখছি
নেড়ি কুকুর গুলো ভূত দেখতে পায় বুঝি?
অশরীরি চোখে দূরের গাছ গুলো দেখছি
ছায়ামূর্তির মতো অবয়বে দাঁড়িয়ে আছে।
দূরে কারা যেনো মিছিল মত্ত হয়ে বক্তৃতা দিচ্ছে
শব্দ দূষণ নিয়ে বেশ মাথা ব্যাথা আমার
উচ্চ বাচ্য শুনতে নারাজ, বিরক্ত লাগে
ধুর; ভাল্লাগে না,চুপ করতো ধমকি দেই।
ঘুমের মাঝে প্রচুর স্বপ্ন দেখছি ইদানিং
এতগুলা এন্টিবায়োটিকেও ঘুম হয় না
সে জন্যেই তো স্বপ্ন গুলো শেষ না হতেই
জেগে উঠি আর আবোলতাবো বকি মাঝ রাতে।
স্মৃতি গুলো মুছে যায় গুছিয়ে গুছিয়ে
সুখে থাকা স্মৃতি,দুঃখে থাকা স্মৃতি
হাসি কান্নার স্মৃতি,মান অভিমানের স্মৃতি
এন্টিবায়োটিক গুলো বেশ কাজে দিয়েছে বুঝি।
(বিঃদ্রঃ- বিকৃত মস্তিষ্ক নিয়ে লিখেছি জানিনা কবিতা বা অন্য কিছু হয়েছে কিনা।)