আজ বৃষ্টির মতো ঝরে পড়ুক উষ্ণতা
ঠোঁটের নরকে পুড়ে যাক শরীর।
শরীরের ঘামে কস্তুরীর সুবাস-
গোলাপের পাপড়িতে লুটিয়ে পড়ুক সুখ।
দেয়ালে দেয়ালে নখের আঁচড় লাগুক,
শরীরে, প্রেমিকার ঠোঁটে জড়ানো লিপ্সটিক।
এনেস্থেশিয়া হোক বিষকামড়ের দাগ।
লুকনো তিঁলের ফাগুনে,
মাতাল হোক প্রেমিক যুগল।
আগুন লাগুক তলপেটে-
শরীরের ভাঁজে ভাঁজে- খাঁজে খাঁজে।
ভিজে যাক কামনায় ফুটে ওঠা আলতার মতো শরীর।
টি-শার্স্টের আবেশে মিশে যাক প্রেম-
ঠোঁটের কোনে জমা তিলে,
আলতো ছুঁয়ে ডুবে যাই অন্ধকারে।