আমি দেখেছি কত-শত নষ্ট জীবন
সব মাড়িয়ে শুদ্ধ হতে।
ছদ্মবেশে আবার নষ্ট,পিঠ ঠেকিয়ে
বুদ্ধ হতে।

আমি দেখেছি কত-শত শুদ্ধ জীবন
জ্ঞান থেকেও বন্য হতে।
শিক্ষিত সব আজব পশু, লাঞ্চিত হতে
সর্ব মতে।

আমি দেখেছি কত-শত পিষ্ট জীবন
সমাজ রোলে পিষ্ট হতে।
নিম্ন চাপের চিপায়-চিপায়, জীবন জুড়ে
কষ্ট পেতে।

আমি দেখেছি কত-শত পাপের জীবন
পুরুষ কিংবা নারীর জাতে।
মন ব্যবসায় মত্ত হয়ে, নতুন অসুখ
নতুন জাতে, পতিতা হতে।

আমি দেখেছি কত-শত বৈরী জীবন
সব থেকেও খাপ ছাড়াতে।
শোধনে-রোদনে সমাজ ছেড়ে, উল্টো পথে;
পথ মাড়াতে।

আমি দেখেছি কত-শত বিলাসী জীবন
হঠাৎ পথে বৃথা হতে।
শূণ্য হাতে আর কখনো হয়নি চড়া
সামন রথে।

আমি দেখেছি কত-শত স্বাধীন জীবন
শুকনো হতে স্বাধীনতা।
আমি দেখেছি কত,শত-হাজার জীবন
রং আর তাতে বর্ণ ক্ষরণ।

দ্বারে দ্বারে মেলে  হুড়কো লাগাম
ঘোর এড়িয়ে নতুন জীবন।

আমি দেখেছি কত, শত-মতন জীবন
সাদা আর লাল স্বপ্ন দেয়াল।
ছাদ ভেঙ্গে সব টুকরো হতে, ব্যাথা আর
ভেজা ইচ্ছে খেয়াল।

আমি দেখেছি কত -শত, রঙিন জীবন
শূণ্যতা আর ঝুম বৃষ্টি,
বানভাসি হয়ে ভসে যেতে যেতে,
খোয়াতে দেখেছি দারুণ দৃষ্টি।

(আংশিক)