আমার তো পথ নেই; পিছু ডাকে থমকে থামি,
পড়ন্ত বিকেলে ঘামে ভেজা শার্টের পাঁজরে
স্পর্শ খুঁজি দমকা হাওয়াদের;
অতি দূরে অপলকে অদৃশ্যমানব খুঁজি।
সুখস্পর্শি মানব,বিজয় উল্লাসিত মানব খুঁজি
আমার তো পথ নেই; আশ্রয়স্থল নেই,সে সব খুঁজি।
স্রোতহীন নদী থমকে গেছে,দূরের কাশবন মূর্তিরুপে
দোল দোল খেলা খুঁজি বনে-বনে,ক্ষণেক্ষণে।
চুম্বনে লুন্ঠিত অপরুপা মায়াবীনীরে খুঁজি
প্রেমিকের হাতজোড় করা আকুতি খুঁজি।
আমার তো পথ নেই; বিশুদ্ধ মন নেই বুঝি?
দেয়ালের উল্টো পিঠ খুঁজি,পেয়ালার চুমুক খুঁজি।
নতুন ঠিকানায় পাঁচ নম্বর গলির ছয় নম্বর রাস্তা খুঁজি
তা আর কখনো, পথে পথে মিলবে না বুঝি!
আমার তো পথ নেই;শুদ্ধ বৃষ্টি ভেজা রাত নেই,
আমার তো পথ নেই; পিছু ডাকে থমকে থমকে যাই।
আমার তো পথ নেই; আমার তো পথ নেই।