এই শহরে আমাদের কোন বন্ধু নেই
ভেবে লেখা কবিতার জন্যে কেউ নেই
ঠোঁটের চুমু উপভোগ করার মত প্রেয়সী নেই
হ্নদয় ঘেঁষে বসার মতো আপন কোন বান্ধবী নেই।

আমাদের হ্নদয় বিজারিত গল্প শোনার কেউ নেই।
ভাগ করে বুদ্ধির গোড়ায় আগুন দেবার কেউ নেই।
এ শহরে আমাদের কোন বন্ধু নেই।

ট্রামলাইন ধরে হেঁটে হেঁটে -
ট্রাফিক; ক্রোস করবার মতো কেউ নেই।
মেট্রোরেলের টিকেট কেটে-
জংসং ছেড়ে যাবার মতো কেউ নেই।

এক পেয়ালায় ভাগ করে -
রং চা খাবার  কেউ নেই।
টিএসসির দেয়াল ঘেঁষে বুকে মাথা রেখে -
গল্প শোনানোর কেউ নেই।
এ শহরে আসলে আমাদের কোন বান্ধবী নেই।

পাঁজরের উত্তাপ নিয়ে তোমাকে ভালোবাসি বলার কেউ নেই।
খানখান হওয়া বুকের আহাজারী টের পাওয়ার কেউ নেই।
গতরাতে, আমাকে ভুলে যাও বলা প্রেয়সীর  আকাঙ্ক্ষা নেই।
খুব সুখ নেই,দুঃখ নেই, শহরের লেনদেন নেই।

এ শহরে আমাদের কোন বন্ধু নেই।

এই কোলাহলে চোখে চোখ রেখে মৃত বানানোর কেউ নেই।
শহরের ঝিরি বৃষ্টিতে এক ছাতায় মাথা গোঁজার কেউ নেই।
বাসায় পৌছে ফোন দিও,বলার মতো কেউ নেই।


আমাদের ভালো থাকতে বলার কেউ নেই।
এ শহরে আমাদের কোন বন্ধু নেই।
এ শহরে আমাদের কোন বান্ধবী নাই।