নাস্তিক সাব হিসাব কষে এই দুনিয়ার উন্নতি
ধার্মিক বোঝে সৎ সততা- সত্য পথ সুন্নতি
ধর্ম বলে কি হবে হে এই দুনিয়ার লাভ ক্ষতি?
অসৎ ভাবে মার্কেটিং এর ধরছো বাজি পণ অতি!
বস্তুবাদীর দোস্ত বলে মারিং কাটিং খুব গতি
ক্যাপচা বুঝে ব্যবসা করি হালাল হারাম মন মতি!
কার বা গেলো থাকলো বা কার
আমি কি তার ধার ধারি?
”আমি নাস্তিক প্রয়োজনে দেহ ব্যবসাও কারবারি!!
চাই তো টাকা পকেট কাটি যে যেভাবে মার মারি
রক্ত চোষা পন্থা যত নয়তো কারো পাড় মারি
ছুরি দিয়ে মুড়ি কাটি ভুঁড়ি কাটি যার- যারই !!

নাস্তিক সাব হিসাব কষে বেলা শেষে মেলে না
ধর্মাঙ্গুর কেন খাবো ? পেলে না তাই খেলে না!
বাহিরে তার মানবতা আসল কথা দেলে না
ধর্ম দেখে জ্বলে বেগুন মিথ্যা জ্বলে তেলে না!