তার জিহ্বায় আছে নাকি হাড়!!
বলে যায় এক কবি নাকি ’ষাড়’?
গল্প ফাঁদে যেন আষাঢ়
কবিতা তার মহান ভাষার
আমি তারে বলি ছাড় ! ছাড় !
মারবো তোরে এক যে আছাড়
নাছোড় বান্দা জানি নচ্ছার
ভাবে না সে কিছু গচ্চার
প্রগতি তারে করেছে অন্ধ
খোঁজে সারাদিন ধর্ম গন্ধ!
পেলে কিছু তার লম্বা নাকে
তখনি সারা বিশ্ব ডাকে
বলে উন্মাদ ’ইউরেকা’! ’ইউরেকা’!
হয়ে গেছে তার সব জানা সব শেখা!!
যা কিছু মন্দ এ পৃথিবীতে
সব নাকি ভাই ধর্মতে!!
কে শেখালো পিতা মাতা সেবা
কোথা পেলো সে জানে না কে বা
দিয়ে গেলো কে গুরুজন শ্রদ্ধা
বেয়াদবি-পাপ- আর অস্পর্দা
সে তো শয়তান দেয়া
কোথা থেকে এলো জানে না বোদ্ধা
বুদ্ধতে খোঁজে আসল যোদ্ধা
রুদ্ধ বিবেক দ্বার
তার জিহ্বায় হয়ত আছে হাড়!!