নিরপরাধ মানুষ
অবলা নারী আর অবুঝ সব শিশু
অবলীলায় পুড়িয়ে মারার
অস্ত্র রসদ যারা দিয়ে যায় যোগান
স্রষ্টা মাঝে মাঝে তাদেরও ভোগান!
যারা দেয় যুদ্ধের উস্কানি আর সুড়সুড়ি
তাদের উন্নত অহংকার আর বাহাদুরী
মাঝে মাঝে পুড়িয়ে গুঁড়িয়ে দেন
অভিশাপে তাদের সম্পদ হয় খান খান
স্রষ্টা মাঝে মাঝে তাদেরও ভোগান!

কোথায় শক্তি আজ ঘর বাড়ি ছেড়ে কেন
পালিয়ে যায় আজ শুধু হাতে নিয়ে জান!!
অত্যাচারীর ফরিয়াদ ঠিক তিনি শোনেন
তবে ছাড় দেন - দেন কিছু কাল অবকাশ
তারপর যে দিন চেপে ধরেন শুধু হাঁসফাঁস
ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া
থাকেনা আর কোন উপায় বিধান!
স্রষ্টা মাঝে মাঝে তাদেরও ভোগান!
তখন আর আসে না মুখে
কারো কোন খোদাদ্রোহী শ্লোগান ।