অধর্মতে এমন ভাবেই দিছে শালা ডুব
ধর্ম ছাড়া সমস্যা আর দ্যাখে না বেকুব!
মানবতার আগুন মেখে ধর্ম জ্বালায় খুব
তাতে আলু পুড়ে ব্যাটা খাচ্ছে সাথে সুপ!

ধর্মশালা চায় না শালা বানর পোড়ামুখো
অস্ত্র বানায় ব্যবসা করে চায় শালারা সুখও !
তোরা ধর্মহীনা নাস্তিকেরা গর্তে কেন ঢুকো?
আজকে না হয় কালকে দেখিস
পুড়বে তোদের বুকও ।

শালার শত অসৎ সখ
মদের গেলাস ঢক্কে ঢক!!
ফাঁকা পেলে নিচেছ আবার পরনারীর স্বাদও
আবার শালায় ধর্ম নিয়ে দিচ্ছে অপবাদও !!