জ্ঞানপাপীর ধর্ম নেই?
জ্ঞানপাপীর ধর্ম নাকি বিজ্ঞান!?
জ্ঞানপাপীর ধর্ম আবার মানবধর্ম!
জ্ঞানপাপীর আসলে কিছু নেই
নেই লজ্জা! নেই লজিক! নেই নেতা! নেই খোদা!
তাদের আছে শুধু শয়তান যত বেহুদা...
নেই তাদের কোন আশা ভরসা তারা সত্য থেকে জুদা
জ্ঞানপাপী কখনো বলে ”সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে”
আবার বলে সবই ঘোরে!
অথচ মহাবিশ্বের সবই চলমান সবই স্থির!
শুধু নাস্তিক অস্থির!!
অথচ ওরাও করে তো বিলিভ
আমরা যা বলি আর দেখি আর ভাবি সবই ’রিলেটিভ’
একে অপরের ’সাপেক্ষ’
অথচ ধর্মকে করে বিজ্ঞানের প্রতিপক্ষ!!??
অথচ ওরাও জানে মহাবিশ্বের সব স্থিতি আর গতি
সবই ”আপেক্ষিক” তবু স্বীকার করে না নতি!
কেউ পরম নয় চরম নয়-
চরম আর পরম একমাত্র কেবলি যিনি স্রষ্টা
অথচ পথভ্রষ্ট চরিত্রভ্রষ্টা মিথ্যুক জ্ঞানপাপী নাস্তিক দল
প্রতিদিন স্রষ্টা আর ধর্মের বিরুদ্ধে করে চলে মিথ্যা অবিকল!!
তাতে তারা কোনদিন হবে কি সফল?????