ধর্মকে কর্তন কোরে হতে চায় সুখী
পৃথিবীতে কত আছে কত পোঁড়ামুখী
বিজ্ঞানের অপব্যবহারে থাকে সে চুপ
ধর্মের বেলায় ঠিক নাচে দেখি খুব!
কবিতার অপব্যবহারে লেখে সে কী
সমাজের নেই কোন লাভ সব মেকি!
অথচ ধর্মই পৃথিবীর প্রথম কবিতা
প্রথম গ্রন্থ প্রথম লেখা পড়া সবিতা!
অথচ ধর্মই বলে পড়ো শেখো জানো
ঘুরে দেখো পৃথিবীর ইতিহাস মানো
ধর্ম বলে দেখো পৃথিবীর যত অতীত
অহংকারীরা জ্ঞানপাপীরা সব পতিত
কোথায় তাদের দম্ভ আর আস্ফালন
নাস্তিক্যবাদ যারা করেছে লালন ??
খোদাদ্রোহীরা কেউ পায় নি তো ছাড়
অহম-দম্ভ পুড়ে সব হয় ছাড়খার !!