কুকুরের লেজটি নিয়ে
করছে সোজা পাগল
মিঞা সাহেব দেখে বলেন
রাখরে বোকা ছাগল !!

আমরাও তো ছিলাম ছোট
খেলছি কত খেলা
বিড়াল থেকে কাঠবিড়ালী
খরগোশের ঠ্যলা
সামলে নিয়ে দৌড় দিতাম
লাফালাফি ধিতাং ধিতাং
পিছলে গিয়ে ছিঁড়ে যেত
পায়ের চপল জুতা!
গরুর লেজ খেলতে গিয়ে
নয়তো খেতাম গুতা!!

তাই বলে কি মাখাবো ঘি
কুকুর লেজে মালিশ ছিঃ ছিঃ
শয়তানও পারে নাই যা
তাই করে এক রোখা !!

নাও ঢুলাস না বল্লে পাগল
আরো ঢুলায় নাও
যতই বলে মিঞা সাহেব
পাগল টানে তাও !!