সময়ের সাথে চলা নাকি যায় না মেনে ধর্ম?
প্রগতি অন্ধ জ্ঞানপাপী সব চালায় প্রচার কর্ম!
অথচ জানে না সত্য ধর্ম চলে সময়ের আগে
সপ্ত আসমান ভেদের খবর ধর্ম গ্রন্থে জাগে!
তখন বলেছে মুর্খেরা তাই পাগল প্রলাপ সব
এখন তারাই সে সব বলেই করছে কলরব!!
ধর্মের চেয়ে প্রগতি বেশি কোথায় পৃথিবী ’পরে
এখন যা বলছে ধর্ম বুঝবি হাজার বছর পরে!!