আমার দেহ আমারি মন
কার লাগিয়া হয় উচাটন।।
মাঝে মাঝে হারায়ে হুশ্
তাঁর লাগিয়া আহারে উস্
তাঁরই কাছে সঁপেছিরে
আমার এ জীবন যৌবন।।
আমিরে নই সকল মানুষ
তারই কাছে যাবেরে ফুস্
ছটফটে প্রাণ করিয়া ঠুস্
তাঁরই দিকে উড়াল দিব
জানিনারে নিজেই কখন।।
তাঁরই মায়া ভীষন মায়া
আমার ভিতর তাঁরই কায়া
তাঁরই ছায়া সবখানেতে
দেখি সারাক্ষণ।।