নষ্ট বুকে কষ্ট আছে
স্পষ্ট বোঝা যায়
পিরিতের ঔষধ বিনে
তারে সাড়ানো দায়।।
চক্ষে ঝরে আষাঢ় ওরে
বিরহ ব্যাথার বায়।।

যার লাগিয়া করি চুরি
চোর সে কয় আমায়
মন কাঁদেরে ময়নার লাগি
শুনে ময়নার হাসি পায়।।
চক্ষে .. ..................বায়।।