চোখের সামনে উপড়ে ফেলছে চোখ
হাতের সামনেই কাটছে কারো হাত
পায়ের কাছে বুকের পাশে করছেরে আঘাত!
স্বপ্নেরা আজ শুধুই আঁধার রাত!!
হৃদয়বীণা ছিড়ছে হৃদয়হীনা
অশ্রু দিয়ে নিচ্ছে তুলে সুখ!
রক্ত খেয়েও বলছে পেটে ভূখ!!
জীবন যখন করছেরে ধুক্ ধুক্ ।
ভোটের কথা শুনলে মনে চোট
বিদ্রোহ সব হয়রে এক জোট!!
অন্ধরে আজ দেখায় হাইকোর্ট
জ্বলছে অনুভুতির সকল ঠোট!
বোধের ঘাড়ে কাঁপছে কিশলয়
পাহাড় ফুঁড়ে জাগছে হিমালয়!!!