বাউলা মনের আউলা বাতাস
লাগায়োনা বধুর গায়
ওরে বাউল প্রেমের লাগলে কাউল
বাঁচানো হবেরে দায়।।
বধু জল ভরিতে যায়োনা ঘাটে
ও পথে বাউল যাবে হাটে
বাউরী বাতাস মাঠে মাঠে
কখন গায়ে লাগবে হায়
তা বোঝা বড় দায়।।
বাউলা...............দায়।।