দুনিয়াদারি টাকা কড়ি
সম্পদেরই মেলা
ভাল মন্দের পরীক্ষা চলে
তোমরা ভাবো খেলা।।
কেউরে ধনী কেউ দরিদ্র
কেউ বা ঠাকুর কেউ শুদ্র
কেউ মোল্লা কেউবা গোল্লা
এসবে নাই হেলা।।
কর্ম তোমার আসল বন্ধু
জন্ম কিছু নয়
ভাল কাজ করলে খোদায়
এমনি খুশি হয়।।
ধর্মরে করোনা অবহেলা।।