আমার দেহে নাইরে আমি
আমির ভেতর আমার স্বামী
তিনি ওরে সবচেয়ে দামী
পাইলে হব সফল কামি।।
সফলতার ফসল তুলে
ভেদ কুটিরের জানলা খুলে
আমি আমি আমি ভুলে
ও নাম জঁপি দিবস যামি।।
দিবস যামি গোপন ভেদ তার
না খুঁজিলে মনের খেদ আর
যায়না সুরে মনের সেতার
হয় না ক্বলব শান্তিকামী।।
আমার দেহে নাইরে আমি
আমির ভেতর আমার স্বামী
তিনি ওরে সবচেয়ে দামী
পাইলে হব সফল কামি।।