কি লাভ যদি জ্ঞান কাজে না লাগে ?
শুধু বইয়ের পাতায় কাগজের খাতায়
পড়ে থাকে সমাজের না হয় উপকার!
যদি দূর না হয় অন্তর আঁধার যদি
চিনতে না পারি ভালো মন্দ ধাঁধার
সমাধান করতে না পারি যদি আমি
চিনতে না পারি কে জগতের স্বামী
তিনি কিছুই চান না কিছুই খান না
তিনি অসহায়ের জন্য চান যদিও
অভাব তার নাই স্বভাব কিছু তার
বিলাতে চান মানুষের মাঝে আর
দেখতে চান স্রষ্টাকে ভালোবেসে
কে আপন করে নেয় এ জগতের
আছে যত প্রাণ ; সাম্যের বিধান
কে চালু করে আর কে ব্যবধান-
বিভাজন বৈষম্য উস্কে দিয়ে যে-
অথবা যারা উদারবাদী হতে চান
স্রষ্টা-
তাদেরকে যুগে যুগে করে সাবধান।