ধর্মের বিরুদ্ধে মানবতা হতে পারে না
বরং তারা সমান্তরাল
মানবতা যদি অধর্মের ছদ্মবেশ হয়
যদি সত্যেকে করে আড়াল
তবে সে মানবতা নয় কূট-চাল
এক গাল হেসে ধর্মের বিরুদ্ধে বলাই
কি আজ মানবতার হাল চাল?
ধর্মই মানবতা আর অধর্ম সব জাল
ভুয়া নাস্তিক্য মানবতাবাদ ধর্মের আকাল
মানবতার কথা ধর্মই বলে খুব বেশি
পিতা মাতার সম্মান তাদের দোয়া
এসবে বিশ্বাস নেই কোন নাস্তিকের
মায়ের পায়ের নিচে স্বর্গ থাকে
কোনদিন বলে না নাস্তিক পাল!
মানবতার আশ্রয় কেবল ধর্মে হালাল ।