তাদের কাছে যুদ্ধ
খেলার চেয়ে খুব বেশি কিছু তো নয়!
খেলতে খেলতে যেন মানুষ মারছে ভয়াল
চলছে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের নানান মরনঘাতী ট্রায়াল!
বিজ্ঞানাগারে চলে চুলচেড়া পরীক্ষা- নিরীক্ষা
বিনা উস্কানিতেও রক্ত ঝড়ায় শক্তি বাড়ায়
অস্ত্রের ব্যবসা বাড়ায় কেউ ক্ষমতা হারায়
কেউ ক্ষমতা আরো পাকাপোক্ত করে
বানায় নতুন ইতিহাস!
কিছু নেতা মুচকি হেসে
ছড়িয়ে দেয় মহাত্রাস
বাড়ায় মহাদেশে মহাদেশে
নিজেদের প্রভাব প্রতিপত্তি!
বিশ্বনেতারা ছাড়ে কেউ হুংকার!
সব হাউ-কাউ ফাউ ফাউ ঝাড়ে
তেলের দাম বাড়ে
ডলারের দাম বাড়ে
কবিরা ঘাম ছাড়ে
পায় নতুন কিছু থিম!
নতুন ইস্যুতে লেখকের
রমরমা উপন্যাস শান্তিতে
কেউ পায় নোবেল নামের এক সোনার ডিম!!

মানবতাবাদীরা বক্তৃতা ঝাড়ে
সেমিনার সিম্পোজিয়াম কত কি করে!
কেউ বলে এসব বৈশ্বিক অর্থনীতি
স্নায়ু যুদ্ধ,শীতল যুদ্ধ ,সন্ত্রাসবাদ!
প্রতিদ্বন্দ্বিতাবাদ,ধর্মবাদ, কেউ
খোঁজে আস্তিক-নাস্তিক বাদ
কেউ দেখে শ্বেত-কৃষ্ণের অমোঘ বিবাদ!!

এত এত গবেষণার ফলাফল কী?
কেউ যুদ্ধ থামায় না থামাতে পারে না
শুধু মুখে ফেনা জমে কলমের কালি ফুরায
দিন শেষে সব স্বার্থপর নেতা ছড়ি ঘুরায়
সব স্বার্থপর দেশ সব স্বার্থপর মতবাদ
সব স্বার্থপর গবেষক কোন এক জানা-
অজানা কারণে আবার নিশ্চুপ হয়ে যায়!

যখন দেখে,
এই যুদ্ধেতো আমাদেরই লাভ!
আমার দেশের ব্যবসা বাড়ে
আমার দেশের শক্তি বাড়ে
আমার দেশের ভক্তি বাড়ে
মরে যাক অন্য জাতি-ধর্ম
শেষ হোক শত্রুর শক্তি
প্রভাব আর সব প্রতিপত্তি
দিন শেষে আমরাই তো লাভবান
বাড়ছে তো আমাদেরই শান!
আমাদের কি??
হোক না সমস্ত পৃথিবী শ্মশান!!