যুগে যুগে নাস্তিক কৌশল বদলায়
ধর্ম একই রয়ে যায় শুধু স্রষ্টার ভয়
ধর্ম বলে এক স্রষ্টা বিনে কারও দাসত্ব নয়
হোক সে পোপ ঠাকুর মৌলভি যত বড় হয়!

কোন অত্যাচারীর সম্মুখে মাথা করে না আনত
হোক সে রাজা বাদশা অথবা বড় নাস্তিক যত
মানবতার মুক্তির জন্য জীবন করে উৎস্বর্গ
জালিমের সম্মুখে শীসাঢালা প্রাচীর ধার্মিকবর্গ
শহিদী কাফেলা বোঝেনা তরবারি অথবা বোমা
বুকভরা ঈমান তাদের আছে ভালোবাসা ও ক্ষমা ।

নাস্তিক ভালোবাসে মদ আর নারী
নিজে কে ভাবে খুব জ্ঞানী অহংকারী
অথচ জেনেছে এখনও এ মহাবিশ্বের যা
অসীম জ্ঞানের খুব অতি ক্ষুদ্রই তা
মহাবিশ্বের কাছে তা সমুদ্রের এক ফোটা পানি!
এখনো বাকী তাদের জানার ততখানি
সমস্ত মহাসাগর যদি হয় জ্ঞানদানী!!

কতটুকু জেনেছো নাস্তিক বলো এ মহাবিশ্বের?
জলকণা বালিকণা তোরা মিলে সমস্ত গুরু শিষ্যের!
করো না জানার আর জ্ঞানের বড়াই
খোদার পৃথিবী ঘরে তোরা তো চড়াই!

আশু তোরা জেনে যাবি ঐ মহাকাশে
কে চালায় জগৎ সব জ্ঞানের বাহাসে!!